সাম্প্রতিক পোস্ট

পরিবেশ সুরক্ষায় পাখির ক্ষতি না করি

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হরিরামপুর স্বেচ্ছাসেবক টিম, বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালক ও বারসিক যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় পালক সদস্য সচিব মানিকগঞ্জ বিমল রায় বলেন, ‘অতিথি পাখি আমাদের দেশে আসে, উন্মুক্ত জলাশয়ে বিচরণ করে। আমাদের দেশের বিভিন্ন ধরনের পাখি জলাশয় ও গাছ পালায় থাকে। আমরা পাখিকে ভালোবাসব, দেশকে ভালোবাসব। পাখি কৃষকের বন্ধু, ফসলের পোকা খেয়ে আমাদের উপকার করে।’ তিনি আরও বলেন, ‘আমরা দেশীয় ফলের চারা রোপণ করব। বট বৃক্ষ রোপণ করে পাখি রক্ষা করব। এ গাছগুলোর ফল আমরা খেতে পারব, সকল প্রাণি খেতে পারবে। পাখিরা ভালো থাকলে আমরা ভালো থাকব।’


হরিরামপুর উপজেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি লিমা আক্তার বলেন, ‘আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে যুবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজের সকল অপরাধ আমাদের সচেতনতায় দূর হবে। আমরা গ্রামের মানুষ, আমাদের পাখির ডাকে ঘুম ভাঙ্গে। আমাদের সকলের পাখিকে ভালোবাসতে হবে। পাখি পরিবেশ রক্ষা করে, ফসলের উপকার করে।’


বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নাহার আক্তার বলেন, ‘পাখি আমাদের সম্পদ। দেশী ও অতিথি পাখি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। হরিরামপুরে পদ্মা নদী ও বিলে শীতে অতিথি পাখি আসে। পাখি রক্ষা আমাদের দায়িত্ব ও আমাদের সকলের সচেতন হতে হবে।’


উল্লেখ্য, অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্র শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে ফলের চারা রোপণ করা হয়। স্কুলের শিক্ষার্থীদের বাড়িতে কাঁঠাল, পেয়ারা, বেল, আমলকি চারা রোপণ করা হয়।

happy wheels 2

Comments