সমন্বিত শক্তিতে এগিয়ে যাব

হরিরামপুর, মানিকগঞ্জ সত্যরঞ্জন সাহা
‘আমরা যুবক, আমারা আমাদের জীবনকে ভালোবেসে প্রতিষ্ঠিত করতে চাই। এগিয়ে যেতে চাই, সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে। প্রবীণদের নিকট থেকে অভিজ্ঞতা নিয়ে জীবন সাজাতে চাই। আমাদের এখন শিক্ষার সময় শিক্ষতে চাই, অন্যকে সহযোগিতা করতে চাই। সমাজের ব্যাধিকে দুর করতে চাই ঐক্যবদ্ধ শক্তিতে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বৈষম্য ও প্রান্তিকতাকে দূরে সরাতে চাই। সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে গড়তে চাই সুন্দর দেশ। যেখানে দলিত ও সাম্প্রদায়িকতা বলতে কিছু থাকবে না, সমতার দেশ হবে।’ উপরোক্ত বক্তব্যটি দিয়েছেন বারসিক আয়োজিত অনুষ্ঠান অংশগ্রহণকারী যুবকরা। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজ সেবক সুচরন সরকার হরিরামপুর, মানিকগঞ্জ।


উক্ত সভায় আলোচনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘সমাজের ব্যাধিকে দূর করতে ঐক্যবদ্ধ যুব শক্তি প্রয়োজন। যুবকগণ সমাজ ও দেশকে এগিয়ে নিবে। সমাজিক উদ্যোগ বৃদ্ধিতে একে অপরের সহযোগিতা ও সুযোগ সৃষ্টি হবে। যুবকগণ কাজ করার মাধ্যমে শিক্ষার মাধ্যমে জানা ও শিখার পরিধি বৃদ্ধি পাবে। যুব সংগঠন তৈরি মাধ্যমে একে অপরের সহযোগিতার বৃদ্ধি পাবে।’


হরিরামপুরের সমাজ সেবক আনন্দ সরকার, যুব সংগঠক সুজন মনিদাস, ছাত্র সঙ্গীতা মনিদাস হরিরামপুর, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন জানান, সংগঠিত শক্তি সবচেয়ে বড়শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তারা বলেন, ‘মনিঋষিদের সামাজিক উন্নয়ন ও মর্যাদারকে প্রতিষ্ঠিত করতে চাই। শিক্ষার মাধ্যমে মনিঋষিদের মান মর্যাদা বাড়াতে উদ্যোগ নিব। নিজেদের জানার পরিধি বৃদ্ধির জন্য একে অপরের সহযোগিতা করব। আমাদের ছাত্র কল্যাণ পরিষদকে শক্তিশালীকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব।’

happy wheels 2

Comments