জীবন পরিবর্তনের জন্য পরিশ্রম করতে হবে

ঢাকা থেকে সদিপ্তা কর্মকার
বারসিক’র উদ্যোগে সম্প্রতি ঢাকা অঞ্চলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা এবং ট্রেড প্রশিক্ষক লুৎফুন নাহারের সাথে সরকারি সেবা ও পরিসেবা ধরণ এবং সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে এক মতবিনিময় করা হয়েছে। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ঢাকার মোহাম্মাদপুর থানার অর্ন্তগত চাঁদ উদ্যান এবং বোটঘটি এলাকা থেকে আগত ২৭ জন নারী ও পুরুষ।


উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্তিবাসী অধিকার সূরক্ষা কমিটির সভাপতি হোসনে-আরা বেগম রাফেজা, বারসিকের সমন্বয়ক জাহাঙ্গীর আলম, বারসিক কর্মসূচি কর্মকর্তা সুদিপ্তা কর্মকার, সহকারী কর্মসূচী কর্মকর্তা হেনা আক্তার রুপা, মাঠ সহায়ক পুজা রানী মন্ডল, রুমা আক্তার, রাফোয়েল হেমব্রম প্রমূখ।


মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা বলেন, ‘আমাদের এখানে অনেক ধরণের সুযোগ আছে। আমরা সেলাই প্রশিক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্লক, বাটিক, কারচুপি, বিউটিফিকেশন এই ৫ ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। যাদের বয়স ১৬ তেকে ৪০ বছর তারা এই প্রশিক্ষণ নিতে পারবে। এই প্রশিক্ষণের মেয়াদ তিন মাস। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে আমরা তাদের সবাইকে প্রায় ৮০০০- ৯০০০ টাকা প্রদান করি যা দিয়ে সে ছোট খাট ব্যবসা শুরু করতে পারে। এছাড়া কেউ যদি কোন প্রডাক্ট তৈরী করেন তা বিক্রির জন্য আমাদের অনেকগুলো শোরুম আছে। সেখানে এনে আপনারা বিক্রি করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের দরজা সব সময় খোলা আছে। আগামী মাসে প্রশিক্ষণ শুরু হবে। তাই যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন।’ মো: আকমল হোসেন বলেন, ‘পরিশ্রম ষৌভাগ্যের প্রসূতি। জীবন পরিবর্তনের জন্য পরিশ্রম করতে হবে। শুধু অন্যের দোষ না দিয়ে আপনারা সরাসরি যদি এসে কাজ শুরু করেন দেখবেন আপনাদের জীবনে উন্নতি হতে বেশি দিন লাগবে না।’
এর আগে সভার শুরুতে মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে শুভচ্ছো ও কৃতজ্ঞতা জানান বারসিক সমন্বয়কারী জাহাঙ্গীর অলম। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ একটি আপদকালীন সময় পার করছে। প্রায় দুই বছর ধরে করোনা অতিমারী আমাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছে। এই সময় সবাই মিলে ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে।’

happy wheels 2

Comments