অনলাইনভিত্তিক সংকলিত প্রতিবেদন প্রকাশ

গত ২১ থেকে ২৭ মে, ২০১৭ বারসিক উদ্যোগে নেত্রকোনা, রাজশাহী, সাতক্ষীরা এবং মানিকগঞ্জে “প্রাণ ও প্রকৃতির প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ” শিরোনামে সপ্তাহব্যাপী প্রাণবৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই উদ্যোগের আওতায় বারসিক প্রকৃতি বন্ধন, নবীন ও প্রবীণ কথোপকথন, কুড়িয়ে পাওয়া খাদ্য বৈচিত্র্য সংগ্রহ ও সংরক্ষণে সচেতনতা, সংবাদ সম্মেলন, প্রাণ ও প্রকৃতি রক্ষায় নারীদের অবদান শীর্ষক আলোচনা, প্রাণ ও প্রকৃতি রক্ষায় তরুণদের শপথ, দুর্যোগ মোকাবিলায় করণীয়সহ নানান কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসব কর্মসূচিতে নানান শ্রেণীর ও পেশার মানুষ অংশগ্রহণ করেছে, সংহতি প্রকাশ করেছে এবং প্রাণ ও প্রকৃতি রক্ষায় স্ব স্ব দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির প্রতিটি প্রতিবেদন বিশ্লেষণ এবং বিভিন্ন ছবি বাছাই-যাচাই করে বারসিক সম্প্রতি একটি ‘সংকলিত প্রতিবেদন’ প্রকাশ করেছে। সংকলিত প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি ভাষায় পাওয়া যাচ্ছে বারসিক’র ওয়েবসাইটে। এই প্রতিবেদন পড়ার জন্য পাঠকগণ নিম্নের লিংকটিতে ক্লিক করতে পারেন:

http://www.barcikbd.org/?wpdmdl=3267

http://www.barcikbd.org/?wpdmdl=3271

happy wheels 2