বন্যা মোকাবেলা জন উদ্যোগ

রিরামপুর মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, আজিমনগর, সুতালড়ী, রামকৃষ্ণপুর, বয়ড়া, হারুকান্দি ইউনিয়নের প্রায় ৫০০০ (পাঁচ হাজার পরিবার) বন্যার পানি বন্ধ অবস্থায় আছে। বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেঙে যাওয়ায় গ্রামবাসীগণ প্রাথমিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

20937777_477408049305025_1330996386_n
এলাকার লোকজন বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে ডিঙ্গি নৌকা, কুষা নৌকা, কলার ভেলা দিয়ে ভেঙে যাওয়া রাস্তা পাড় হওয়া ও বাড়ি থেকে বাড়িতে যোগাযোগ করছে। বাড়িতে পানি থাকায় আলগা চুলা তৈরি করে রান্না, বস্তায় মাটি দিয়ে লতা জাতীয় (লাউ, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া) চাষ করার প্রস্তুতি গ্রহণ করছে।

20917107_476662782712885_1621072238_n
এছাড়া জমিতে পাট, ধইঞ্চা, আখ, আমন দিঘা ধান, কচুর চারা রাস্তার পাশে (উঁচু স্থানে) চাষ করে বীজ সংরক্ষণ করে বন্যা মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করছেন অনেক কৃষক। বন্যায় নিজস্ব গৃহপালিত পশুপাখি রক্ষাও তৎপর হয়েছেন গ্রামবাসী। তারা গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগিগুলোকে বন্যা থেকে রক্ষার জন্য জন্য উঁচু স্থানে স্থানান্তর করেন।

20915700_476662926046204_1203875346_n
এলাকায় স্বেচ্ছাসেবকগণ ভাঙা রাস্তায় বাড়ি বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করছেন যাতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে নিজেদের প্রয়োজন মেটাতে। অন্যদিকে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে যে, বন্যার পানি নামার সাথে সাথেই তারা লাল শাক ও ধনিয়া চাষের পরিকল্পনা করেছেন।

happy wheels 2

Comments