জ্বালানি ও পরিবেশ সুরক্ষার আহবান জানালেন বরেন্দ্র’র তরুণরা

রাজশাহী থেকে শহিদুল ইসলাম

23897526_501601166890661_1615771770_n

গত ২৩ নভেম্বর রাজশাহী সিটি থেকে পবা উপজেলার বায়া,নওহাটা, বায়া, চানদুরিয়া, বাঘধানি হয়ে তানোর উপজেলার চান্দুরিয়া, কালিগঞ্জ, কাশেম বাজারসহ প্রধান প্রধান রাস্তার প্রদক্ষিণ করে পথে পথে জনসমাগমে “জ্বলানি নির্ভরতা কমাই, জীবন ও পরিবেশ বাঁচাই” শীর্ষক শ্লোগানে এক সাইক্লিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। বারসিক ও ০.৬জিআরজেড যৌথভাবে উক্ত ক্যাম্পেনের আয়োজন করে। জ্বালানির অপচয়রোধে এবং পরিবেশ সুরক্ষায় সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে উক্ত সাইকেল ক্যম্পেইন এর আয়োজন করা হয়। যাত্রাপথে তরুণরা রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সচেতনতামূলক ফেস্টুন বিতরণ করেন। এসময় পবা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিঃ আবু বাসার তরুণদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে, একই সাথে জ্বালানিনির্ভর যানবহনগুলোও আমাদের কমাতে হবে। তাহলেই পরিবেশ আরো উন্নত হবে।”

23794754_1611675872227789_7295782218509581355_n

দুপুরে তরুণ সাইক্লিং দল তানোর উপজেলায় পৌছালে তানোর উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শওকাত আলী দলকে স্বাগত জানান। তরুণরা সরকারি ও বেসরকারি সকল অফিস পর্যায়ে জ্বালানির অপচয়রোধে সচেতনতামূলক পোস্টার ফেস্টুন বিতরণ করেন। পোস্টার ফেস্টুন বিতরণ শেষে তানোর উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তাসহ বরেন্দ্র অঞ্চলের ‘জ্বালানিঃ সকট ও সম্ভাবনা’ বিষয়ক এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী প্রামাণিক, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহম্মেদ, জিরো পয়েন্ট সিক্সজিআরজেড সাইক্লিং দলের সভাপতি জুবায়ের হোসেন, তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারি শহিদুল ইসলাম, সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকারসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

23755183_1611675968894446_5574189083407391372_n

এ সময় তানোর উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী বলেন, “বরেন্দ্র অঞ্চলটি পানি সংকটাপন্ন একটি অঞ্চল, দিনে দিনে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাচ্ছে। পানির অপচয়রোধ আমাদের জন্যে অবশ্যই দরকার। একই সাথে বিদ্যুৎ জ্বালানির অপচয়রোধে অফিস থেকে বাড়ি এবং ব্যক্তি পর্যায়ে চর্চা বাড়াতে হবে।” তিনি বরেন্দ্র অঞ্চলে পানি অপচয় রোধে সচেতনার বৃদ্ধির পাশাপাশি বায়োগ্যাস, সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার উপর আহবান জানান। এছাড়া তিনি প্রাকৃতিক জলাধারগুলো সরক্ষায় সকলকে আহবান জানান। রাজশাহী শহর থেকে এই সাইকেলিং ক্যাম্পের সদস্যরা রাস্তার পাশে বিভিন্ন জনসমাগমে মানুষের সাথে জ্বালানির অপরোধে এবং পরিবেশ সুরক্ষায় ৮টি পথসভা করে সচেতনতাসহ পোস্টার ও ফেস্টুন বিতরণ করেন। উক্ত ক্যাম্পেইনে ০.৬জিআরজেড এর ৫০জন তরুণ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

happy wheels 2

Comments