সাম্প্রতিক পোস্ট

বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা ও ফরিদার প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ কৃষি বাড়ি পরিদর্শন করলেন সদর উপজেলার নয় কৃষক-কৃষাণী

:: সাতক্ষীরা থেকে শেখ তানজির

satkhira photoবঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত শ্যামনগরের কৃষাণী অল্পনা রানী ও ফরিদা পারভীনের প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ কৃষি বাড়ি পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার নয় কৃষক-কৃষাণী।

মঙ্গলবার শ্যামনগর উপজেলার ধুমঘাট ও হায়বাতপুর গ্রামে গিয়ে তাদের বাড়ি পরিদর্শন করেন সদর উপজেলার রইচপুর, তুজুলপুর, ইসলামপুর ও মাছখোলা গ্রামের কৃষকদের একটি প্রতিনিধি দল।

একই সাথে তারা শ্যামনগরের চন্ডিপুরে ধানের জাত গবেষণা প্লট পরিদর্শন এবং বিষমুক্ত সবজি উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

গবেষণা প্রতিষ্ঠান বারসিকের মধ্যস্থতায় কৃষক-কৃষক অভিজ্ঞতা বিনিময়ের এই সফরে অংশ নেন- তুজলপুরের কৃষক আমজাদ হোসেন, আবু সাদেক, আবু সাইদ ও আবদুল বারিক, রইচপুরের কৃষক আব্দুল কাদের ও আনারুল হক, মাছখোলার কৃষাণী রিজিয়া ও আশুরা এবং ইসলামপুরের কৃষক মো. খোকন।

এসময় কৃষাণী অল্পনা রানী ও ফরিদা পারভীন সফরকারী দলের সদস্যদেরকে প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি বাড়ি গড়ে তোলার আহবান জানান।

happy wheels 2

Comments