মানিকগঞ্জে কৃষক কৃষি গবেষণা সংগঠনের অনলাইন সভা অনুষ্ঠিত
বারসিকনিউজ ডেক্স
বারসিক’র উদ্যোগে মানিকগঞ্জে গতকাল কৃষক কৃষি গবেষণা সংগঠনের অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কৃষক গবেষক সংগঠনের সভাপতি মো. মাসুদ।
অনলাইস সভায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মো. করম আলী মাষ্টার, বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল লতিফ, বানিয়াজুরী, ঘিওরের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সরকার, কৃষক গবেষক মো. মনোয়ার হোসেন, সদর,বারসিক কর্মকর্তা মুক্তার হোসেন, সত্য সাহা, শিমুল কুমার বিশ্বাস, শাহিনুর রহমান, সুবীর সরকার, বিমল রায়, কৃষক অনন্ত প্রমূখ।
সভায় অংশগ্রহণকারীরা সিদান্ত নেন বন্যার কারণে কাইস্যাবিনিসহ অনেক জাতের আমন ধান তলিয়ে যাওয়ায় প্রয়োজনীয় বীজ সংরক্ষণের উদ্যোগ নেবেন। এছাড়া বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করা যাতে কৃষকরা প্রয়োজনীয় কৃষি উপকরণ লাভ করতে পারেন সরকারের তরফ থেকে। অনলাইন সভায় অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেন ছায়াযুক্ত স্থানে আদা, হলুদ চাষের উদ্যোগ গ্রহণ ও ফলজ বৃক্ষ চারা রোপণ করাসহ নানান ধরনের উদ্যোগ বাস্তবায়নে সব কৃষকদের সহযেগিতা করা।