সাম্প্রতিক পোস্ট

রাজশাহীতে ৫ম সূর্যকিরণ বই মেলা ২০২৫ অনুষ্ঠিত

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি

রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হলো ৫ম রাজশাহী বই মেলা ২০২৫, যা আয়োজিত হয় সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এবং বঙ্গবচন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বারসিক ও অন্যান্য সমমনা প্রতিষ্ঠানের সহযোগিতায়। রাজশাহী মহানগরের ঐতিহ্যবাহী বড়কুঠি, পদ্মা গার্ডেন প্রাঙ্গণে ২০-২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বই মেলা অনুষ্ঠিত হয়।

মেলার প্রথম দিন একুশের বীরযোদ্ধা ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন, জুয়েল কিবরিয়া, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ রোকনুজ্জামান, সহকারী পরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, রাজশাহী এবং মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক।

বরাবরের মতো এবারও বরেন্দ্র ইয়ুথ ফোরামের তরুণদের উদ্যোগে বই মেলাটি পরিণত হয় নবীন-প্রবীণ সাহিত্যপ্রেমীদের মিলনমেলায়। পুরো পাঁচ দিন ৩৩টি স্টল নিয়ে চলেছে বইয়ের বিপুল সমাহার। ছিলো ভাষা উৎসব, তরুণদের গল্প ও কবিতা পাঠ, দেশ গান, লোকগীতি, সাহিত্য আড্ডা, আবৃত্তি, নাটক, রম্য বিতর্ক, কৃষিপ্রতিবেশবিদ্যা ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবক নিবন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই পর্যালোচনা ও বই প্রকাশনা উৎসব।

বই মেলায় অংশ নেয় খাপড়া, নির্বাচিত, বাতিঘর, সতীর্থ, অংশু, চন্দ্রবিন্দু, রুসদা সহ দেশের স্বনামধন্য প্রকাশনী সংস্থাগুলো।

মেলার সমাপনী দিনে সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনিম জমাল বলেন, “বাংলা সাহিত্যকে ধরে রাখা, এর মান অক্ষুণ্ণ রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া ও মননশীল বিকাশের জন্যই এই বই মেলার আয়োজন। প্রতিবছর এই মেলার মাধ্যমে নতুন পাঠক তৈরি হয়, তারা বই, মানুষ ও সাহিত্যকে নতুনভাবে জানতে পারে। রাজশাহীতে প্রতি বছর এমন বই মেলার আয়োজন চান বইপ্রেমীরা।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, সমাপনী দিনে সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা বারসিককে সম্মাননা স্মারক প্রদান করে এবং অন্যান্য সমমনা প্রতিষ্ঠানকেও সম্মাননা জানানো হয়।

বই, সাহিত্য ও সংস্কৃতির এই মহোৎসব পাঠকদের মনে অনুপ্রেরণা জাগিয়ে আগামী বছর আবার ফিরে আসার প্রতিশ্রুতি রেখে পর্দা নামে ৫ম রাজশাহী বই মেলা ২০২৫-এর।

happy wheels 2

Comments