সাম্প্রতিক পোস্ট

আমাদের মাঠে নতুন ফসল

রাজশাহী থেকে অমৃত সরকার
‘এটা কি ফসল’? এত সুন্দর ফুল ধরেছে রাস্তা দিয়ে যেতে যেতে কথাগুলো বলছিলেন কৃষক মোঃ সিরাজুল ইসলাম (৫৫)। জমিতেই কাজ করছিলেন দেশি মটর চাষ করা কৃষক মোঃ সাইফুল ইসলাম (৫৬)। তিনি বলেন, “এগুলো আমাদের মাঠে নতুন ফসল দেশি মটর। এটার ডাল খেতে খুব সুস্বাদু। এবার প্রথম কৃষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি প্রথম দেখলাম মটরের গাছ।’ তবে বাজারে মটর সুটি বিক্রয় হয় যোগ করেন সিরাজুল ইসলাম। তবে বাজারে যে মটরসুটি বিক্রয় হয় ওটা হাইব্রিড দেশি মটরের সুটি বিক্রয় হয় না একটি গাছ তুলে দেখালেন কৃষক সাইফুল ইসলাম।

চারিদিকে যতদূর চোখ যায় শুধু আলু আর আলু। বলা হচ্ছে বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামের কথা। এ অঞ্চলের অন্য গ্রামের মতোই কৃষকরা আমন ধান কাটার পর সব জমিতে আলু রোপণ করেছেন। কারণ বিগত ২-৩ বছরের আলুর দাম বেশি হওয়ায় আলু চাষ বেশি হচ্ছে। এ বিষয়ে বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সভাপতি মোঃ জায়দুল ইসলাম (৫৫) বলেন, “আলুতে মাত্রাতিরিক্ত সার বিষ ব্যবহার হয়। এতে পরিবেশের ক্ষতি হয়। আবার আলুর উৎপাদন খরচ বেশি। আলু চাষীদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক থেকে উৎপাদন খরচ কম হয় আবার পরিবেশবান্ধব এমন ফসলের চাষ করতে উৎসাহ ও পরামর্শ দেওয়া হয়।’ মোঃ জায়দুল ইসলাম আরও বলেন, “বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের অনেক কৃষক মসুর চাষ করলেও আমাদের গ্রামে এবারই প্রথম দেশি মটরের চাষ হয়েছে।

গ্রামের অপর কৃষক মোঃ মুজাহারুল ইসলাম বলেন, “এই দেশি মটর চাষ যদি সফল হয় তাহলে আমাদের এলাকায় অনেক কৃষক এটার চাষ করবে মসুরের পাশাপাশি।’ তিনি বলেন, ‘এর আগে ২০১৫ সালে আমাদের এলাকায় বারসিক প্রথম মসুর চাষ করতে সহযোগিতা করেছিলো। এখন অনেক কৃষক মসুর চাষ করেন। আশা করি নতুন ফসল দেশি মটর আমাদের এলাকায় ছড়িয়ে পড়বে।

কৃষক নেতৃত্বে প্রায়োগিক কুষি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে খরা মোকাবিলায় রবিশস্যের বীজ বর্ধন কাজটি শুরু হয় চলতি রবি মৌসুমের শুরুতেই। বারসিক ও দুবইল গ্রামের কৃষকদের সভায় ডাল জাতীয় দেশি মটর চাষের আগ্রহ দেখান কৃষক মোঃ সাইফুল ইসলাম। তিনি ৫০ শতাংশ জমিতে চাষের জন্য আগ্রহ দেখালে বারসিক থেকে তাঁকে ১৫ কেজি বীজ দেওয়া হয়। বীজ গুলো ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে জমিতে বপন করেন। এরপর আর পানি সেচের প্রয়োজন হয়নি বলে জানান সাইফুল ইসলাম।

মোঃ সাইফুল ইসলাম বলেন, “এখন জমিতে মটরের ফুল এসেছে। প্রতিদিন কৃষকরা এলাকায় নতুন এ ফসল সম্পর্কে জানতে চান। অনেকে বীজের চাহিদা দিয়ে যান অগ্রীম। আমি আশা করছি এখান থেকে ভালো ফলন হবে।’

happy wheels 2

Comments