সাম্প্রতিক পোস্ট

স্কুল পড়ুয়া তরুণ কৃষক নাইম উদ্দিনের সফলতার গল্প

রাজশাহী থেকে সুলতানা খাতুন

রাজশাহী জেলার পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের তেতুলিয়াডাঙ্গা একটি উঁচু গ্রাম। এই গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে বসবাস করে মো. নাইম উদ্দিন (১৫), যে বর্তমানে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। তার বাবা কৃষিকাজ করেন এবং মা গৃহিণী। চার সদস্যের পরিবারটির বসতভিটার পরিমাণ ৫ শতক এবং আবাদি জমি ৩৩ শতক।

২০১৬ সাল থেকে বারসিক এই গ্রামে কৃষি, নিরাপদ খাদ্য, ও সম্প্রদায়ভিত্তিক টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় তেতুলিয়াডাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠন গড়ে ওঠে, যা গবেষণামূলক কৃষি, নিরাপদ সবজি চাষ এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে। এর ফলে বর্তমানে এই গ্রামে নিরাপদ ও বৈচিত্র্যময় সবজি চাষের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে।

এই সংগঠনের কার্যক্রম দেখে আগ্রহী হয়ে নাইম বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ নেয়। তার এই আগ্রহ দেখে বারসিক কর্মী সুলতানা খাতুন তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে পরিকল্পিতভাবে প্লট আকারে সবজি চাষের বিষয়ে পরামর্শ দেন। তাকে উৎসাহিত করতে লালশাক, পালংশাক, ধনিয়া ও শসার বীজ বিনিময় করেন। এই বীজ পেয়ে নাইম অত্যন্ত আনন্দিত হয় এবং আরো উদ্যমী হয়ে ওঠে।

মা সোহানা বেগমের অভিব্যক্তি
আমার ছেলে পড়াশোনায় খুব ভালো। সে অবসর সময়ে সবজি চাষে সময় দেয়, যা আমাকে গর্বিত করে। আমাদের বাড়ির পাশের পতিত জায়গাগুলো আগে ফাঁকা পড়ে থাকত, কখনও ভাবিনি সেগুলো সবুজ শাক-সবজিতে ভরে যাবে।”

নাইম উদ্দিনের অভিমত
আমি বারসিকের বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করেছি এবং আমাদের এলাকায় মডেল শতবাড়িগুলোতে নিরাপদ সবজি চাষ দেখেছি। সেখান থেকেই আমার আগ্রহ জন্মায়। অনেকদিন ধরে ভাবছিলাম, লেখাপড়ার পাশাপাশি একটি ছোট সবজি বাগান করব, যাতে পরিবারের চাহিদা মিটে এবং আমরা নিরাপদ সবজি খেতে পারি। আমার বাগানে এখন প্রচুর সবজি হচ্ছে। ভবিষ্যতে আমি আরও ভালোভাবে সবজি চাষ করে আমার বাড়িটিকে মডেল শতবাড়ি হিসেবে গড়ে তুলতে চাই।”

নাইমের এই উদ্যোগ দেখে গ্রামের আরও অনেক তরুণ উৎসাহিত হচ্ছে। সে অবসর সময়ে অপ্রয়োজনীয় কাজে যুক্ত না হয়ে কৃষিকাজে নিজেকে ব্যস্ত রাখছে, যা তার আত্মবিশ্বাস ও আত্মমূল্যায়নকে বাড়িয়ে তুলেছে। তার সফলতা দেখে তরুণদের মধ্যে নিরাপদ সবজি চাষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

happy wheels 2

Comments