আমাদের নিজেদের মধ্যে সংগঠিত হতে হবে

নেত্রকোনা থেকে পার্বতী রাণী সিংহ
কৃষি ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত দেশের কৃষক। প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উপকরণের চড়ামূল্য গুণে যে কষ্টের ফসল ঘরে তোলেন তার সঠিক ও ন্যায্য মূল্য তারা পান না। তাই কৃষকের সাথে, উদ্যোক্তার সাথে ও প্রশাসনের সাথে ক্রেতা বিক্রেতার শক্তিশালি যোগাযোগ স্থাপনের জন্য নেত্রকোণা জেলা বাজার বিপনন অফিসের সাথে চল্লিশা আইপ্রিএম ক্লাবের প্রশিক্ষিত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রাজেন্দ্রপুর গ্রামের কালেকশন পয়েন্টে।


কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা বাজার বিপনন কর্মকর্তা হাবিল উদ্দিন, বারসিক কর্মকর্তা পার্বতী রাণী সিংহ, কৃষক সংগঠনের ১০ জন দক্ষ উদ্যোগী কৃষক কৃষাণী। প্রশিক্ষণে জেলা বাজার বিপনন কর্মকর্তা হাবিল উদ্দিন বলেন, ‘আমাদের কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলান। সেই ফসলের ন্যায্য মূল্য তাঁরা পান না। তাদের ফসলের মূল্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে যে যোগাযোগ, দক্ষতা ও তথ্য থাকা দরকার কৃষকের কাছে তা নেই। কৃষকের উৎপাদিত ফসলের জন্য যে বাজার, ন্যায্য মূল্যে বিক্রির বাজার আমাদের তৈরী করে দিতে হবে। মধ্যসত্বভোগীরা যাতে লাভ নিয়ে যেতে না পারে।’


কৃষক বাদশা মিয়া বলেন, ‘আমরা যে সময় ফসল বাজারে ওঠাই তখন দাম থাকেনা। আমরা ফসলকে প্রক্রিয়া করতে জানিনা, কোথায় গেলে কিভাবে দরকষাকষি করতে হবে তা জানিনা। তাই আমরা প্রতারিত হচ্ছি। আমাদেরকে নিজেদের মাঝে সংগঠিত হয়ে উৎপাদিত ফসল সংগ্রহ করে দেশের বড় বড় মার্কেটের সাথে যুক্ত হতে হবে।’
কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমুল্য পেয়ে উপকৃত হউক। কারণ কৃষকের উৎপাদিত খাদ্যের উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যত খাদ্যনিরাপত্তা।

happy wheels 2

Comments