মানিকগঞ্জে ভার্মি কম্পোস্ট তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে শিবানী চত্রুবর্ত্তী
বারসিক’র উদ্যোগে আজ মানিকগঞ্জের উত্তর পুটাইলে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বারসিক’র সহযোগী কর্মসূচী কর্মকর্তা সুবির চন্দ্র সরকার, ধলাই কৃষক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সহযোগী প্রোগ্রাম অফিসার শিবানী চক্রবর্ত্তী, কৃষক ফাতেমা , কৃষক নিলুফা, কৃষক বিলকিস, কৃষক জয়ন্তি রাজবংশি, গীতা রাজবংশী, শ্যামলী রাজবংশী, আরতি রাজবংশী প্রমুখ।


প্রশিক্ষণে ধলাই কৃষক সংঘের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া, কেঁচো, গোবর, কলাগাছ কুচি কুচি করে কেটে সবাইকে শিখিয়ে দেন। তিনি বলেন, ‘ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখবেন এবং দেখবেন পিপড়া যেন না লাগে। ১০Ñ১৫ দিন পর এটা সার হিসাবে পাবেন। ফসলের ক্ষেতে ব্যাবহার করতে পারবেন। বারসিক’র সহযোগী কর্মসূচি কর্মকতা সুবির চন্দ্র সরকার বলেন, ভার্মি কম্পোস্ট সার তৈরির মাধ্যমে নারীরা স্বনির্ভর হতে পারবো। নিরাপদ খাদ্যও উৎপাদন করতে পারবো।’ জয়ন্তি রাজবংশি বলেন, ‘আমার বাবার বাড়ির পাশে একজন কৃষক ভার্মি কম্পোস্ট সার তৈরি করে অনেক টাকা আয় করছেন।


প্রশিক্ষণ পেয়ে কৃষক ফাতেমা বলেন, ‘বারসিককে ধন্যবাদ জানাই এরকম একটা প্রশিক্ষণ আয়োজন করার জন্য। এর মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারবো।’

happy wheels 2

Comments