সাম্প্রতিক পোস্ট

আসুন পরিবেশবান্ধব কৃষি চর্চা করি

মানিকগঞ্জ থেকে মো. শাহিনুর রহমান ও মো. নজরুল ইসলাম

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা কৃষি উন্নয়ন সংগঠন উদ্যোগে এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় গতকাল কালিয়াকোর খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কৃষক সম্মেলন ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

42491513_1074789776021771_5530076659127943168_n
মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি আসমান, জেলা কৃষি উন্নয়ন সংগঠনের সভাপতি কৃষক নেতা করম আলী, উপজেলা কৃষি উন্নয়ন সংগঠনের সভাপতি কৃষক নেতা রোস্তম আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈব চাষী কৃষক নেতা সুভাষ মন্ডল, জৈব চাষী কৃষাণী সেলিনা বেগম, প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেষজ চিকিৎসক কৃষক নেতা মো: ইব্রাহিম মিয়া, বারসিক কর্মকর্তা বিউটি রাণী সরকার, গাজী শাহাদত হোসেন বাদল, আছিয়া আক্তার প্রমুখ।

IMG_20180925_123333
সম্মেলনে বক্তারা জাতীয় সমস্যার পাশাপাশি স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং তারা দাবি করেন অবিলম্বে সাইকলি চকে জলাবদ্ধতা দূর করার। সেই সাথে তাঁরা নুরাণী গঙ্গা নদী খনন, কাস্তা চকে কালভার্ট, ধারার চকে সুইচগেট, ব্রি কালিয়াকোর নতুন রাস্তায় কালভার্ট, কৃষক পেনশন স্কিম চালু করার দাবি জানান। সম্মেলনে অতিথি ও কৃষকরা স্থানীয় জাতের বীজ সংরক্ষণে বীজ ব্যাংক তৈরিতে কৃষকদেরকে প্রণোদনা, ফসলের লাভজনক মুল্য, শস্য বীমা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করার দাবি জানান। প্রাণ-প্রকৃতি ও পরিবেশকে বাঁচানোর জন্য তাঁরা প্রত্যেক কৃষককে পরিবেশবান্ধব কৃষি চর্চা করার আহ্বান জানান।

happy wheels 2

Comments