সাম্প্রতিক পোস্ট

গ্রাম ছাড়া ঔ রাঙা মাটির পথ…

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

মানুষের জ্ঞান, আচার, বিশ্বাস, রীতিনীতি, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক মনোভাব, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মকান্ডসমূহকে সংস্কৃতি বলা হয়। সভ্যতা, সমাজ, সংস্কৃতি, স্থান ও কালভেদে উৎযাপিত হয় নানা ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড। দেশীয় সংস্কৃতিকে রক্ষায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল সুন্দরবন স্টুডেন্ট’স সলিডারিটি টিম। নিজ এলাকার উদীয়মান প্রতিভাবান ক্ষুদে শিল্পীদের নিয়ে সম্প্রতি শ্যামনগরের ঈশ্বরীপুরে মুখরিত এক স্বর্ণালী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে তারা।
%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af
‘আঁধার মুছে জ্বালব প্রদীপ লক্ষ্য হৃদয় জুড়ে’ এই স্লোগানকে সামনে নিয়ে উপকূলীয় সাতক্ষীরা জেলার সুন্দরবনের পাদদেশের একদল ছাত্র-যুবদের নিয়ে গড়ে উঠে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম। টিমের একটি শাখা হল ঈশ্বরীপুর ইউনিট। ক্ষুদে শিল্পীদের প্রতিভা অন্বেষণে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ঈশ্বরীপুর ইউনিট, গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজন করে এক স্বর্ণালী সাংস্কৃতিক সন্ধ্যা।

ঈশ্বরীপুর ইউনিট অফিসের সামনের উন্মুক্ত মাঠে উক্ত মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যার আসর শুরু হয় রাত ৮ টায়। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সুন্দরবন স্টুডেন্ট’স সলিডারিটি টিমের সিনিয়র উপদেষ্টা আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম, আসাদুল ইসলাম, গাজী আল ইমরান, মারুফ হোসেন মিলন, আব্দুল আলীম, ঈশ্বরীপুর ইউনিটের জগবন্ধু কয়াল, রাহুল কয়াল, তুষার কয়াল, বারসিক’র মননজয় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। নাচ, গান, কৌতুক ও অভিনয়ের মাধ্যমে এলাকার ক্ষুদে শিল্পীবৃন্দ ফুটিয়ে তোলেন লোকসংস্কৃতি, মাতিয়ে তোলেন দর্শক হৃদয়কে।

%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af
এই প্রসঙ্গে সুন্দরবন স্টুডেন্ট’স সলিডারিটি টিমের সিনিয়র উপদেষ্টা রাশিদুল ইসলাম বলেন,“আমি আমেরিকায় থাকি, দূর থেকে টিমের কার্যক্রম দেখি। সাথে থাকতে পারি না, আজ  একটি প্রোগ্রামে থাকার সৌভাগ্য হল। সংস্কৃতি মানুষের চারিত্রিক গঠন উন্নত ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।” উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’র সাথে ৮ নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী সংহতি প্রকাশ করেন।

আকাশ সংস্কৃতির যুগে এলাকার ছাত্র-যুবদের নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় এধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীকে বিমোহিত করেছে। এলাকার সকল নারী পুরুষ, কিশোর কিশোরী, যুবক বৃদ্ধ হিন্দু, মুসলিম সকলেই মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত অতি আগ্রহের সাথে উপভোগ করেন। গ্রামীণ পরিবেশে এমন আয়োজন সহজে চোখে পড়ে না বলে জানান অনুষ্ঠানে আগত এলাকার প্রবীণ ব্যক্তি কুমুদ রঞ্জন কয়াল, সুবোল চন্দ্র কয়াল ও হৃদয় চন্দ্র কয়াল। তারা আরো জানান, গ্রামের ছেলে মেয়েরা এমন সুন্দর নাচ, গান করতে পারে আগে তারা জানতেন না।
%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af
মানুষের দৈনন্দিন জীবনযাত্রাই হল সংস্কৃতি। আর এজন্যই সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সদস্যবৃন্দ নাচ ও গানের পাশাপাশি রচনা, চিত্রাংকন, কুইজ, বিতর্ক ও কবিতাসহ নানা ধরনের প্রতিযোগিতা আয়োজনসহ নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে। আমরা মনে করি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি দায়িত্বশীল যুব সমাজ তৈরি হবে, যারা শুধুমাত্র দেশের সংস্কৃতি নয় বরং সামাজিক ও রাষ্ট্রিক বিভিন্ন সমস্যা সমাধানে শক্ত হাতে নেতৃত্ব দেবে।

happy wheels 2