সাম্প্রতিক পোস্ট

বিজয় দিবস উপলক্ষ্যে তানোরে শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানোর রাজশাহী থেকে অসীম কুমার সরকার:
‘এসো প্রাণ – প্রকৃতির উপর সহিংসতা বন্ধ করি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৯ ডিসেম্বর, ২০১৬ রাজশাহীর তানোর উপজেলায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তানোর সাহিত্য পরিষদ  এবং বেসরকারি গবেষণা সংস্থা বারসিক যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে দেশপ্রেম বিষয়ে চিত্রাঙ্গন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
photo-1
সকাল ১০টায় তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  মিলনায়তনের তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো: লুৎফর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোসা:নিলুফা ইয়াসমিন তাহিরা, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক মো: ইউসুফ আলী মোল্লা, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানোসপরি’র সভাপতি অসীম কুমার সরকার। উপস্থিত ছিলেন বারসিক প্রতিনিধি মো: শহিদুল ইসলাম শহিদ, গবেষক অমৃত কুমার সরকার, স্বপ্নচারী’র সভাপতি রুবেল হোসেন মিন্টুসহ বরেন্দ্র  শিক্ষা- সংস্কৃতি রক্ষা কেন্দ্রের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন গবেষক মোসা: ইসমত জেরিন।  

happy wheels 2