সহস্রাধিক মাকে পা-ধুয়ে দেয়ার মধ্য দিয়ে পালিত হলো মা দিবস

সহস্রাধিক মাকে পা-ধুয়ে দেয়ার মধ্য দিয়ে পালিত হলো মা দিবস

আবদুর রাজজাক, মানিকগঞ্জ  

সহস্রাধিক গর্ভধারিণী মাকে পা ধুঁয়ে দেয়ার মধ্য দিয়ে ব্যতিক্রমভাবে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস।” এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মায়েরা এ পা ধুয়া কর্মসূচিতে অংশ নেন। এতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তোয়ালে ও মগ উপহার দেয়া হয় । এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manikgonj

উপজেলা নির্বাহী অফিসার মো. যুবায়েরের সভাপতিত্বে ও নাট্যকর্মী শাকিল আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি আব্দুল মাজেদ খান, শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস, মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম প্রমুখ।

happy wheels 2