আষাঢ়ের বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতি
নীলাভ আকাশজুড়ে ধবল মেঘরাজির খুনসুটি। আষাঢ়ের বৃষ্টিস্নাত সবুজ সতেজ প্রকৃতির আবহনে, ভরদুপুরে গ্রাম্য কিশোরদের দূরন্তপণায় মূর্ত হয়ে উঠেছে এক অপার সৌন্দর্য। মানিকগঞ্জের ঘিওর কালীগঙ্গা নদীপাড় এলাকা থেকে ছবিটা তুলেছেন আব্দুর রাজ্জাক।