বিষের জালা

আফাজ উদ্দিন কবিরাজ

রোজ দিন আমরা সবাই
খাচ্ছি কত বিষ
বিষের জ্বালাই ঝালাফালা
প্রাণ বাঁচাবার দিস।

ধানে বিষ প্রাণে বিষ
আঙ্গুর আপেল কলা,
বিষ খেয়ে যে সবার প্রাণে
হচ্ছে বড় জ্বালা।

তাইতো সবার কান্নাকাটি
ঝালাফালা প্রাণ,
বিষ ছাড়া অন্য মতে
হইনা সবার ধান।

রোগের মাত্রা যাচ্ছে বেড়ে
বিষের জ্বালাতনে
সবাই এবার বিষ যে খাচ্ছি
কত কঠিন মনে।

রচনাকাল: ২১ শ্রাবণ ১৪২৩

happy wheels 2