গাছে গাছে আমের মুকুল
আম পাকে জ্যৈষ্ঠ মাসে। আমকে বলা হয় ফলের রাজা। ইতোমধ্যে আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। গাছে গাছে নতুন মুকুল আসায় প্রকৃতি যেন পেয়েছে নতুন রূপ! মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারিদিক। মধু মাসের আগাম বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারো এসেছে আমের মুকুল। গাছে আমের মুকুলের ছবিটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রাম থেকে তোলা। ছবিটি তুলেছেন মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)।