সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যই সকল সুখের মূল

নেত্রকোনা থেকে রুখসানা রুমী

‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই বিশ্বাসকে সামনে রেখে কাইলাটি ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামে ‘শীতলপাটি কৃষাণী সংগঠনের উদ্যোগে গ্রামের প্রবীণ নারী-পুরুষ, গর্ভবতী, নবজাতক, কিশোর-কিশোরী ও শিশুসহ সকল শ্রেণীর লোকদের নিয়ে সম্প্রতি প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয়বস্তু ছিল কিশোরী স্বাস্থ্য ও বয়োঃসন্ধিকাল। আলোচক ছিলেন সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক এর প্যারামেডিক জেসমিন আক্তার। কর্মশালার উদ্দেশ্য ছিল কিশোরী স্বাস্থ্য সুরক্ষার উপায় ও করণীয় বিষয়ে কিশোরীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জনগোষ্ঠীর যোগাযোগ স্থাপনের মাধ্যমে পারস্পারিক কর্মসম্পর্ক সৃষ্টি।

Health Workshop
অনুষ্ঠানে শুধু কিশোরী নয়, গ্রামের প্রবীণ, গর্ভবতী নারীরা অংশগ্রহণ করেন। সকল বয়সের নারীদের স্বাস্থ্য নিয়ে আলোচনা প্যারামেডিক জেসমিন আক্তার। তিনি কিশোরী স্বাস্থ্য ও বয়োঃসন্ধিকালে কিশোরীদের মানসিক, শারীরিক ও পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সকল মা-বাবা ও অভিভাবকদেরকে শিশু ও কিশোরীদের সাথে বন্ধত্ব সূলভ আচরণ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বয়োঃসন্ধিকালীন সময়ে কিশোর-কিশোরীর মানসিক পরিবর্তন আসে। অনেক কিছুই তাদের কাছে নতুন মনে হয়। সঠিক-ভুলের সিদ্ধান্ত তারা নিতে পারেনা। মা-বাবা যদি সেই সময় তাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন তবে ভবিষ্যতে তারা কোনো ভুল পথে যাবে না।’

জেসমিন আক্তার জানান, কিশোরীদের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক পরিবর্তন হতে থাকে। শারীরিক পরিবর্তনের সাথে সাথে তাদের পুষ্টি জড়িত। কারণ এ সময়ে যদি তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে তবে ভবিষ্যতে কোনো জটিল অসুখের সম্ভাবনা থাকবে না। তাছাড়া একটা নির্দিষ্ট সময় পরে কিশোরীরা মা হবে। বয়োঃসন্ধিকালীন সময় যদি তারা পুষ্টিকর খাবার খায়, তবে তাদের সন্তানও সুস্থভাবে জন্মাবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থাকা দুজন গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। প্রজনন স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিয়েও তিনি আলোচনা করেন। আলোচনার এক ফাঁকে উপস্থিত অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেসমিন আক্তার।

এই প্রসঙ্গে হাজেরা আক্তার বলেন, ‘আমাদের সংগঠনের স্বাস্থ্য বিষয়ে আলোচনা করায় আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের মেয়ে শরমে মরে তবু কারও কাছে এ ধরনের আলোচনা করা সাহস পায় না। আজকে ত্রই আলোচনা অনেক কিছু জানতে পারলাম। এই ধরনের আলোচনা করলে সব বয়সের মানুষ কিছু শিখতে পারবে।’
কর্মশালার শেষে প্যারামেডিক জেসমিন আক্তার “নিজেকে জানো” শিরোনামে ২০টি (বিশ) বইয়ের একটি সেট কিশোরÑকিশোরী সংগঠনের এ উপহার দেন। এই বইয়ের বিষয় বস্তু হলো নতুন বোধ ও নতুন অনুভূতি, বিয়ে এবং পারিবারিক স্বাস্থ্য, যৌন রোগ ও এইড্স এবং বয়োঃসন্ধিকাল

happy wheels 2

Comments