পেয়ারা ফুল
দেশিয় ফল পেয়ারা। ভিটামিন সি সমৃদ্ধ এ ফলটিতে রয়েছে নানা পুষ্টি গুণ। এতে রয়েছে কমলালেবুর চেয়ে চারগুণ বেশি ভিটামিন সি। আর লেবুর তুলনায় ১০ গুণ বেশি ভিটামিন এ। পেয়ারা ফল খেতে আমরা সবাই ভালোবাসি। এ ফলটির রয়েছে নানা উপকারিতা। এছাড়া এর পাতায় রয়েছে ওষুধি গুণাগুণ। আর সাদা রঙের পেয়ারা ফুলের সৌন্দর্যও যেন কম নয়। সৌন্দর্য পিপাসু মানুষের মনকাড়ে ‘পেয়ারা ফুল’। উপজেলার ভবানীপুর থেকে পেয়ারা ফুলের ছবি তুলেছেন বারসিক নিউজের ভাঙ্গুড়া প্রতিনিধি মো.মনিরুজ্জামান ফারুক।