গবেষণা প্রবন্ধের জন্য আহবান
বারসিক আনন্দের সাথে জানাচ্ছে যে, বারসিক তাদের নিয়মিত বাংলা জার্নাল তৃণমূল উদ্যোগ-২০১৯ প্রকাশ করতে যাচ্ছে। বারসিক বরাবরাই মাঠকর্ম ভিত্তিক গবেষণাধর্মী প্রবন্ধ গুলোকে প্রাধান্য দিয়ে এসেছে। পাশাপাশি অগ্রাধিকার থাকে তরুণ গবেষকদের প্রবন্ধও।
তৃণমূল উদ্যোগ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী সহ সকলের কাছে প্রবন্ধ পাঠানোর জন্য আহবান জানাচ্ছে। সকল প্রবন্ধ পাঠানোর শেষ সময় ৩১ অক্টোবর, ২০১৯। প্রবন্ধ পাঠানোর ঠিকানা- barciknews24@gmail.com বা barciknews@barcik.org.bd এই মেইল এড্রেস
দুটিতে। শেষ সময়ের পরে পাঠানো রিভিউ এর জন্য বিবেচনা করা হবে না।
তৃণমূল উদ্যোগের ২০১৯ সংখ্যার বিষয় বস্তু সমূহ:
- প্রাণ, প্রকৃতি এবং প্রতিবেশ
- কৃষি, প্রাণ বৈচিত্র্য, জীবন এবং জীবিকা
- সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য
- ব্যক্তিক ও জনউদ্যোগ, সামাজিক ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা
- জলবায়ু পরিবর্তন, অভিযোজন, প্রাকৃতিক দূর্যোগ, নগর জলবায়ু
- আন্তঃনির্ভরশীলতা এবং বহুত্ববাদীসমাজ এবং
- লোকায়ত জ্ঞান
নির্বাহী সম্পাদক
সিলভানুস লামিন
তৃণমূল উদ্যোগ
বারসিক
তৃণূমূল উদ্যোগ-২০১৯ এ প্রবন্ধ পাঠানো সংক্রান্ত যেকোন জটিলতা বা প্রয়োজনে যোগাযোগ করুন-
বাহাউদ্দীন বাহার
সমন্বয়কারী
বিয়াস
01723057821