অন্বেষণের অনন্য প্রচেষ্টা
নেত্রকোনা থেকে অহিদুর রাহমান:
ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের পাশে ইটের ভাটার কালো ধোয়াই এলাকার পরিবেশ দূষনের বিরুদ্ধে যেসব যুবরা আন্দোলন ও সংগ্রাম করছিলো সেই আরিফুল ইসলাম উজ্জল, আসাদ, রাসেদা আক্তার, সজীব আখন্দ, খোকন, সুমন, সাইদুলসহ ২১ জন যুবক একত্রিত হয়ে নিজ এলাকায় গড়ে তোলেন অন্বেষণ নামে একটি যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ ৫ পাঁচ বছর ধরে এই সংগঠনটি নিজ এলাকার মানুষের কল্যাণের জন্য পরিবেশ দূষণ রোধ, নিজস্ব সংস্কৃতি চর্চা, সকলের জন্য নিরাপদ সড়ক, মাদক বিরোধী প্রচারণা, ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা তৈরি, এলাকার নদী-নালা-খাল-বিল- প্রাকৃতিক জলাশয় রক্ষাসহ যেকোন আপদ বিপদে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। এই করোনা পরস্থিতিতিওে সংগঠনটি বসে নইে, আর্ত মানবতার সবোয় ছুটে চলছেনে সকল জায়গায়।
সকল মানুষ যখন লকডাউনে গৃহে বন্দি সইে সময় অন্বষেণের কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন দৃঢতার সাথে । এবারের ঈদে এলাকার অসহায় পরিবারগুলোর মুখের হাসি হয়ে উঠতে তাই নিজেদের সামান্য সামর্থ নিয়ে সংগঠনের সদস্যরা হাজির হয়েছেন মানুষের দুয়ারে দুয়ার। ঈদুল ফেতরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে প্রয়োজনীয় সহযোগিতার পাশপাশি অসহায় ২৩ পরিবারের মধ্যে সেমাই, চিনি, চাল, দুধ, তেল, কাপড় দিয়ে সহযোগিতা করেন সংগঠনটরি পক্ষ থকে।
এলাকায় করোনা আতঙ্ক তৈরির হওয়ার পর থেকে অন্বেষণ যুব সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতায় প্রচারণা, এলাকার অটো, রিক্সা, ভ্যান চালকদের মাঝে নেত্রকোনা সম্মিলিত যুব সংগঠনের নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, রাস্তার মোড়ে, মসজিদ, দোকান বা যেসব এলাকার মানুষের যাতাযাত বেশি সেসব এলাকায় জীবাণুনাশক ছিটানাসহ করোনা মোকাবেলায় করনীয় সম্পর্কে ব্যাপক প্রচার প্রাচরণা চালায়। এছাড়া সংগঠনের সদস্যরা এলাকার মানুষের স্বাস্থ্য সম্মত পরিবেশ উন্নয়নের জন্য গ্রামের যেসব পরিবারে নিম গাছ নেই সেসব পরিবারে নিম গাছ রোপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এক কথায় অন্বেষণ যুব সংগঠন অনন্য ভূমকিা এলাকার মানুষরে মাঝে ইতবিাচক আলোচনার জন্ম দিয়েছে। অন্বেষণকে অভিবাদন।