তানোরে একদল সক্রিয় তরুণ এবং তাদের উদ্যোগ
তানোর, রাজশাহী থেকে অসীম কুমার সরকার
নিজেদের উদ্যোগে নিজ গ্রামে ফলজ, বনজ ও ঔষধী তিন প্রজাতির বৃক্ষ রোপণ ও চলাচলের অনুপযোগী এক কিলোমিটার কাচা রাস্তা সংস্কার করেছেন তানোর তালন্দ ইউনিয়নের মোহর গ্রামের ‘স্বপ্ন আশার আলো’ স্থানীয় যুব সংগঠনের যুবকরা। বছর তিনেক আগে মাত্র পাঁচজন যুবক মিলে এই সংগঠনটি পথচলা শুরু হলেও এখন পরিধি বেড়েছে অনেক দূর। বর্তমানে গ্রামের সদস্য নিয়ে এই যুব সংগঠনটির সদস্য সংখ্যা ২৫ জন। নিজ গ্রামকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে গ্রামে গড়ে তুলেছেন ৪টি স্বাক্ষরতা কেন্দ্র। বাল্যবিবাহ, বৃক্ষ রোপণ, জ্বালানী, পানি সাশ্রয় কর্মশালা, অচাষকৃত শাকশবজির গুণগত ও স্বাস্থ্যগত বিভিন্ন দিক, পরিবেশবান্ধব চুলা তৈরি ও ব্যবহারসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে যুব সংগঠনটি বিশেষ ভূমিকা রেখে চলছে।
সম্প্রতি মোহরগ্রামে বাঘাপুকুর হাট থেকে মোহর দক্ষিণপাড়া সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাচা রাস্তার দু’ধারে, স্কুল, মসজিদ, মন্দির চত্বরে শতাধিক নিম, বট, পাইকোড়, বহড়া, হরিতকি ও কাঁঠাল বৃক্ষ রোপণ করা হয়েছে। এ নিয়ে ‘স্বপ্ন আশার আলো’ যুব সংগঠনের সভাপতি সবজুল হোসেন বলেন, ‘আমরা মোহর গ্রামকে শতভাগ নিরক্ষরমুক্ত গ্রাম ঘোষণা করেছি। সে লক্ষ্যে কাজ করছি। বৃক্ষরোপণ, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ আমরা গ্রামের যুবকরা মিলে করি এবং ভবিষ্যতে শিক্ষায় তানোর উপজেলার মধ্যে আর্দশ গ্রাম হিসেবে মোহর গ্রামকে দাঁড় করানোই আমাদের লক্ষ্য।’ অন্যদিকে নিজ গ্রামের যুবকদের এমন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে তালন্দ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, ‘নিজেদের প্রয়োজনীয় কাজ তারা নিজেরাই করছে অন্যের উপর ভরসা না করে। এটা একটা চমৎকার দিক। তেমনি তাদের এমন কর্মকান্ড দেখে পাশ্ববর্তী গ্রামের যুবকরাও অনুপ্রাণিত হবে। আর আমি তাদের গ্রাম উন্নয়ন বিষয়ে আন্তরিকতার সহিত সহযোগিতা করতে চাই।’
উল্লেখ্য যে, বৃক্ষরোপণের এসময় উপস্থিত ছিলেন তালন্দ ইউনিয়নের মেম্বার হযরত আলী, সমাজ সেবক মো. ইয়াকুব আলী, মো. আব্দুল মান্নান, মোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক রেজা, উপদেষ্টা উপেন্দ্রনাথ সূত্রধর, যুব সংগঠনের সভাপতি মো. সবজুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক উত্তম সূত্রধর, বারসিক’র সহযোগী গবেষক অমৃত সরকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যে কাজটি করার কথা ছিল তালন্দ ইউনিয়ন পরিষদের সে কাজটি করলো মোহর গ্রামের কিছু যুবক।