তাল বীজ রোপণ করি বরেন্দ্র অঞ্চলের সংস্কৃতি রক্ষা করি
রাজশাহী থেকে উত্তম কুমার
রাজশাহী জেলার তানোর থানার ৫নং তারান্দ ইউনিয়নের ৩ কিলোমিটার রাস্তায় প্রায় দুই হাজার তাল বীজ রোপণ করার উদ্যোগ নিয়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। বারসিক’র সহযেগিতায় এই উদ্যোগ বাস্তবায়নের সাথে শামিল হয়েছেন আড়াদিঘি সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ এবং গ্রামের জনগোষ্ঠী, ৫নং তালান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু ও আড়াদিঘি গ্রামের মেম্বার মোঃ ইউসুফ আলী।
আনুষ্ঠানিক আলোচনা শেষে চেয়ারম্যান এবং মেম্বার কয়েকটি তাল বীজ রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন। ৫নং তালান্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন বাবু (৫৭) বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের তালগাছ একটি ঐতিহ্যবাহী গাছ। এই তালগাছের সঙ্গে রয়েছে আমাদের সংস্কৃতি। খরা মোকাবেলা, বাড়ি নির্মাণ করতে তাল গাছের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাল গাছের ডাল দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।’
তিনি আরও বলেন, ‘তাল গাছের পাতা দিয়ে হাতপাখা বানানো হয়, তাল দিয়ে বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয় এবং তাল গাছের শাঁস দিয়ে মাছ ধরার যন্ত্র তৈরি করা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই বেশি তাল বীজ রোপণ করা উচিত।’
আড়াদিঘি গ্রামের মেম্বার মোঃ ইউসুফ আলী (৪৩) বলেন, ‘বরেন্দ্র অঞ্চল মূলত প্রাকৃতিক দুর্যোগের ভেতর বজ্রপাত হচ্ছে অন্যতম। প্রতি বছরই শোনা যায় বজ্রপাতে প্রাণহারানো কথা। তাই এ দুর্যোগ মোকাবিলায় বেশি করে তাল গাছ রোপণ করতে হবে।’