সাম্প্রতিক পোস্ট

বৈচিত্র্য না বাঁচলে আমরা বাঁচবো না

শ্যামনগর, সাতক্ষীরা থেকে বাবলু জোয়ারদার

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রাণ ও প্রকৃতির উপর সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় নওয়াবেকী মহাবিদ্যালয় ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এই কর্মসূচি আয়োজন করে।

2

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নওয়াবেকী মহাবিদ্যায়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদ্দুজামান মিঠু, এসএসটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, নওয়াবেকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সুরাইয়াসহ আরো অনেক শিক্ষার্থী। তারা বৈচিত্র্যের প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ফেষ্টুন ও প্ল্যাকার্ড বহন করে।

1
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বৈচিত্র্য না বাঁচলে আমরা বাঁচবো না। মানুষ একা বেঁচে থাকতে পারে না। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য প্রকৃতির প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে। আমরা তরুণ প্রজন্ম যাতে প্রকৃতির কোন কিছুকে ধ্বংস না করি সেই শপথ নিতে হবে।’

happy wheels 2

Comments