সাম্প্রতিক পোস্ট

নওগাঁয় নীলগাই উদ্ধার

বারসিকনিউজ ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে ধাওয়া দিয়ে একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে নীল গাই জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছিলো। দেখতে পেয়ে গ্রামের শতাধিক মানুষ ধাওয়া দিয়ে সেটিকে আটক করে। এসময় প্রাণীটিকে গ্রামের মধ্যেই বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।

 

50732342_1187538991419771_7515465445353193472_o

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। উদ্ধারের পর প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও উদ্ধার হতে দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কিভাবে আসলো সেটি খতিয়ে দেখতে হবে।

ছবি সংগৃহীত

happy wheels 2