সাম্প্রতিক পোস্ট

বাল্যবিবাহ রোধ করার শপথ নিলো বরেন্দ্র অঞ্চলের তরুণরা

তানোর, রাজশাহী থেকে অসীম কুমার সরকার

রাজশাহী তানোর পৌর এলাকার গোকুল-মথুরা গ্রামে তরুণরা বাল্যবিবাহ রোধে শপথবাক্য পাঠ করেন। এসময় তাদেরই উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক সেবনের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে সদস্যরা একটি নাটিকা পরিবেশন করেন। গত ১৪ মো বিকেল ৪টায় গোকুল-মথুরা ফুটবল মাঠে ওই গ্রামবাসী ছাড়াও আশেপাশের অতন্ত ৫টি গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। গ্রামের যুব উন্নয়ন সংগঠন স্বপ্নচারী এবং বারসিক’র যৌথ উদ্যোগে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এ সময় সংগঠনটির বার্ষিক কর্মসূচি তুলে ধরা হয়। বিগত এক বছরে যুব সংগঠনটি এলাকার ড্রেন পরিষ্কার, হত দরিদ্র শিশুদের বিনা বেতনে পাঠদান করানো, গ্রামে বালবিবাহ রোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা, নিজ উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার ও বৃক্ষরোপণসহ বিভিন্ন গ্রাম উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। পাশাপাশি গোকুল-মথুরা গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া মতবিনিময় সভায় সংগঠনটি আগামী এক বছরে কি কি কর্মসূচি বাস্তবায়ন করবে সেটিও তুলে ধরা হয়। সংগঠনটির সদস্যরা পরিকল্পনা করেন আগামীতে সরকারি রাস্তায় বৃক্ষরোপণ, বয়স্ক শিক্ষা চালু, কর্মহীন নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ, মাদক বিরোধী প্রচারণাসহ নানান কল্যাণমূখী কর্মসূচি বাস্তবায়ন করবেন।
TANORE JUBO PHOTO-1
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু। উপস্থিত ছিলেন তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সেলিম উদ্দীন কবিরাজ, সমাজ সেবক ও সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, তানোর সাহিত্য পরিষদ সভাপতি ও সংস্থার উপদেষ্টা কবি অসীম কুমার সরকার, বারসিক গবেষণা সংস্থার গবেষক অমৃত কুমার সরকার, শহিদুল ইসলাম শহিদ, ব্রতী আইনী প্রকল্প মাঠ কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে তানোর পৌর এলাকার একতা বন্ধু সংঘের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন যুবসংগঠনের যুবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “এই ধরণের যুব সংগঠন একটি গ্রামের জন্য স্তম্ভের মতো। তানোর উপজেলার প্রতিটি গ্রামে যদি এমন যুব উন্নয়ন সংগঠন থাকে তাহলে শুধু বাল্যবিবাহ নয়, এলাকাতে যৌতুক, মাদকসহ সামাজিক ব্যাধিগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে আদর্শ গ্রামে পরিণত হবে।

happy wheels 2