পরিবেশ সবুজ ও সুন্দর রাখতে গাছের চারা বিতরণ
রাজশাহী থেকে সুলতানা খাতুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের গ্রাম ও আশপাশের পরিবেশ সবুজ সুন্দর ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে দর্শনপাড়া ইউনিয়নে তিনটি গ্রামে তিনটি সংগঠনে বারসিক’র সহযোগিতায় ফলের চারা বিতরণ করা হয়েছে সম্প্রতি।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদেরকে ৩টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ বিতরণ করা হয়। এসব গাছ বিতরণের উদ্দেশ্য ছিলো সংগঠনের সদস্যদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অনুপ্রেরণা দেওয়া।
উল্লেখ্য যে, গাছ আমাদের জীবন। পরিবেশকে সু্স্থ ও সবল রাখতে গাছ অপরিসীম ভূমিকা পালন করে। এছাড়া জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।