সাম্প্রতিক পোস্ট

কলমাকান্দায় কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত

কলমাকান্দা থেকে গুঞ্জন রেমা

বারসিক’র উদ্যোগে কলমাকান্দায় উপজেলার উত্তর লেংগুরা গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এতে এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে প্রথমে ধানজাত গবেষণা প্লট পরিদর্শন করেন অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীগণ। প্লট পরিদর্শনের মাধ্যমে এখানকার এলাকা উপযোগী ২টি ধানজাত নির্বাচন করেন তারা । এ ২টি ধানজাত হলো মালশিরা ও হেকিম ধান।

মালশিরা ও হেকিম ধানজাত নির্বাচন করার কারণ হিসেবে কৃষকরা বলেন, ’এ ২ টি জাত ফলনে ভালো, মোটামুটি আগাম পাওয়া যায়, রোগবালাই সহনশীল, গাছের গঠন শক্ত। তাই নুয়ে পড়ে না, শিষের ধরণও মোটামুটি ভালো।’

মাঠ দিবস উপলক্ষে মুন্না রংদী এর সঞ্চালনায় নারায়ন হাজং এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সজল।

সভায় মাঠ দিবসের  লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বারসিক এর উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা। এছাড়াও বক্তব্য রাখেন, নারায়ণ হাজং, আবদুল মোতালেব, রঞ্জিত সরকার বন্ধু ফাউন্ডেশন এর সহকারী প্রোগ্রাম অফিসার প্রমূখ। বক্তাগণ স্থানীয় ধানজাত সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য সকল অংশগ্রহণকারী আহবান জানান এবং বীজ সংরক্ষণের উৎসাহিত করেন কৃষকদের।

happy wheels 2