মানিকগঞ্জে দু’শ বছরের ঐতিহ্য পৌষ মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আব্দুর রাজ্জাক

horse4ব্যাপক আনন্দ আর উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের ঘিওরে দুইশ বছরের প্রাচীন ঐতিহ্য পৌষ মেলা ও ঘোড় দৌড়  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাচাঁদপুর-কায়েমতারা-বামনা এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় মাঠ প্রাঙ্গনে পৌষ সংক্রান্তি উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

horse3
প্রতিযোগিতায় পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের নাগরপুরসহ মানিকগঞ্জ জেলার শিবালয়, দৌলতপুর, সিঙ্গাইর, সাটুরিয়া উপজেলা থেকে ৩৬টি ঘোড়া অংশ নেয়। ঘোড়াগুলোকে কয়েকটি দলে বিভক্ত করে দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রথম দলে, মিরপুরের রুপচানের ঘোড়া প্রথম, ছোনকার রাকিবের ঘোড়া দ্বিতীয়। ২য় দলে,চকমিরপুরের ছোরহাবের ঘোড়া প্রথম, কুষ্টিয়ার মান্নানের ঘোড়া দ্বিতীয়, তৃতীয় হয় সোমপুরের খইমুদ্দিনের ঘোড়া। ৩য় দলে, চকমিরপুরের শিকিম আলীর ঘোড়া প্রথম, চরমস্থলের সোনালি দ্বিতীয়, বানিয়াজুরির সাগর মিয়ার ঘোড়া তৃতীয় হয়। ৪র্থ দলে, বৈল্টটের মতি মিয়ার ঘোড়া প্রথম, ধুবরিয়ার ছাকাত ঘোড়া দ্বিতীয়, শেরপুরের জসিমের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। horse6

হাজার হাজার মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন। মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. কলিম মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে সেন্সুরিয়ান খেলোয়ার মেহরাব হোসেন অপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমূখ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এদিকে এ উপলক্ষে কালাচাঁদপুর-কায়েমতারা-বামনা চৌরাস্তা বাজারে চার দিনব্যাপী মেলা শুরু হয়েছে। আয়োজকরা জানান, ২শ’ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর ২৯ পৌষ ঘোড়া দৌড় উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে জামাইরা আসেন শ্বশুরবাড়িতে। শ্বশুড় বাড়ির লোকজন তাদের সাধ্যমত উপকরণ ও নানা প্রকার খাবার দিয়ে জামাইদের আপ্যায়ন করেন।

happy wheels 2