সাম্প্রতিক পোস্ট

কীটনাশক ব্যবহার ও সম্প্রদায়ের ক্ষতি

কীটনাশক ব্যবহার ও সম্প্রদায়ের ক্ষতি

সাতক্ষীরা থেকে আসাদুল হক 

সাতক্ষীরায় ‘কীটনাশক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব’ শীর্ষক গবেষণা পত্র উপস্থাপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

01মঙ্গলবার (৫ জনু) বিকাল সাড়ে ৫টায় বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গবেষণাপত্রটি উপস্থাপন করেন, বারসিকের রিসার্স ফেলো এবং ‘কীটনাশক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব’ শীর্ষক গবেষণার গবেষক তানজির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহ-সভাপতি শামছুন্নাহার মুন্নি, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক নূরুল হুদা, অর্থ সম্পাদক আব্দুর রহিম, গাজী শাহরিয়ার সোহাগ, বাহলুল করিম, রাসেল মাহমুদ, মফিজুল ইসলাম, সুমাইতুলকোবরা, গাজী মাহিদা মিজান, ফজলুল হক প্রমুখ।

এসময় সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ ছাত্র ও ৮ জন ছাত্রীসহ মোট ৩৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

happy wheels 2

Comments