সাম্প্রতিক পোস্ট

অসুস্থ মিয়ারাজকে সিডিও’র পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান

স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় উপজেলা সদরের সোনারমোড় গ্রামের বাসিন্দা প্রতিবেশীর আঘাতে পঙ্গুত্ব বরণকারী যুবক মিয়ারাজ হোসেনকে হুইল চোর প্রদান করা হয়েছে। সম্প্রতি সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল মিয়ারাজ হোসেনকে এই হুইল চেয়ার প্রদান করেন।

New Microsoft PowerPoint Presentation
য়ারাজ হোসেন সোনারমোড় গ্রামের এক হতদরিদ্র্য পরিবারের সন্তান। দীর্ঘদিন যাবত হুইল চেয়ারের অভাবে চলাফরা করতে সমস্যায় ভুগেন। সিডিও ইয়ুথ টিমের কাছে তাঁর সমস্যার কথা তুলে ধরলে টিমের সদস্যরা তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। এসময় মিয়ারাজের পরিবার সিডিও ইয়ুথ টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগি কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, সিডিও’র নির্বাহী কমিটির সদস্য ক্রীড়ানুরাগী আকতার হোসেন।

happy wheels 2

Comments