বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পেল বারসিক
সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন হরিরামপুর, মানিকগঞ্জ থেকে
জাতীয় বৃক্ষমেলা ২০১৯ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর কাছ থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃক্ষ রোপণে অবদান রাখার জন্য বারসিক “ঙ” শ্রেণীর ২য় পুরষ্কার গ্রহণ করে। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তি মিলনায়তনে এ পুরুষ্কার গ্রহণ করেন বারসিক’র প্রতিনিধি সত্যরঞ্জন সাহা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার-২০১৮’ বন অধিদপ্তর কতৃক প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে “ঙ” শ্রেণীতে এই প্রতিষ্ঠান হরিরামপুর রিসোর্স সেন্টার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বাছাই কমিটি ‘বারসিক’র মানিকগঞ্জের হরিরামপুর শাখাকে বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “ঙ” শ্রেণীর ২য় পুরষ্কারে ভূষিত করা হয়।
উল্লেখ যে, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা নদীর তীরবর্তী এলাকা হওয়ায় বন্যার পানিতে রাস্তাঘাট ভাঙ্গন, বজ্রপাত প্রতিবছরই সাধারণ ঘটনা! প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ভাঙন রোধে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারের উদ্যোগে স্বেচ্ছাসেবক টিম, শিক্ষার্থী, তরুণ, যুবক, কৃষক সংগঠন, সামাজিক সংগঠনের সমন্বয়ে ২০১৪ সাল থেকে রাস্তার পাশে তাল, খেজুর বীজ বপন ও বসত বাড়িতে ফলজ, ঔষধি, বনজ চারা এবং মাঠেঘাটে বট পাকরের চারা রোপণ করে আসছে। বারসিক এ পর্যন্ত ২০ হাজারও বেশি চারা রোপণ করে আসছে বা রোপণে এলাকাবাসীকে সচেতন ও উদ্বুদ্ধ করেছে। এসব চারা এখন বড় হয়ে ফুল, ফল ও সবুজয়ানে ভূমিকা রাখছে। হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, বয়ড়া, চালা, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে রোপণ করা তাল, খেজুরের চারাগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। গাছের চারা রোপণে সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের নিয়মিত উদ্যোগ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয় ও বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে তথ্যগুলো সংরক্ষণ করে।