একতাবদ্ধভাবে এগিয়ে গেলে দেশ ও জাতির উন্নয়ন ঘটে

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বারসিক ও বরেন্দ্র যুব সংগঠন ফোরামের আয়োজনে বারসিক অফিসে অনুষ্ঠিত হলো বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন সমাবেশ। যেখানে উপস্থিত ছিলো প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধিগণ ও বারসিক কর্মী। উপস্থিত ছিলো বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরামের এর আহ্বায়ক রুবেল হোসেন মিন্টু, যুব সম্মেলন ২০২১ এর আহ্বায়ক শাইখ তাসনিম জামাল।


সভায় সংগঠন কার্যক্রম,সদস্যদের সক্রিয়তা, বর্তমান পরিস্থিতি, আগামীদিনের কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফোরামের আহ্বায়ক বলেন, ‘যুব সংগঠন ফোরাম হলো বরেন্দ্র অঞ্চলের যুব সংগঠনদের একতাবদ্ধকরণ একটি প্লাটফর্ম। আমরা এই ফোরাম দ্বারা একত্র হতে পারি। সবার সাথে সবার দেখা হয়, কাজের অভিজ্ঞতা নেয়া হয়, এবং একসাথে ভালো কাজের বাস্তবায়ন ঘটানো যায়।’


বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘তরুণ সংগঠনগুলো বরেন্দ্র অঞ্চলের বৈচিত্র্য সুরক্ষায় অবদান রাখছে। কোভিড সংকটকালিন সময়সহ বন্যা খরায় তরুণরা স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে থেকে সহায়তা করেছে। বারসিক তরুণ সংগঠনগুলোর দক্ষতা উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। এরকম বরেন্দ্র অঞ্চলের প্রায় ৫০ এর অধিক সংগঠন মিলে বরেন্দ্র যুব সংগঠন ফোরাম গড়ে উঠেছে। সমন্বিতভাবে একে অপরের সহায়তা ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। এভাবে সক্রিয় ও একতাবদ্ধভাবে এগিয়ে গেলে দেশ ও জাতির উন্নয়ন ঘটে।’

happy wheels 2

Comments