দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই
মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও ঋতু রবি দাস
‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বারসিক’র উদ্যোগে সম্প্রতি মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঊর্মিলা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা রমজান গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কাশীনাথ সরকার। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রকল্প সহযোগী কমল চন্দ্র দত্ত ও মাঠ সহায়ক ঋতু রবি দাস।
সভায় শিক্ষক কাশিনাথ সরকার বলেন, ‘দেশে এখন গড় স্বাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ (২০২০) সালের তথ্যানুযায়ী। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই ছেলেমেয়ে সবাইকে উচ্চ শিক্ষা লাভ করতে হবে।’
অধ্যক্ষ ঊর্মিলা রায় বলেন, মেয়েদের শিক্ষিত হওয়া অনেক জরুরি। যারা আজ শিক্ষিত হয়েছো তাদের উচিত যারা পড়তে ও লিখতে পারোনা তাদের সহযোগিতা করা। কোন দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে শিক্ষার কোন বিকল্প নেই, তোমরাই আগামীর কর্ণধার।’
বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘তোমাদের মা বাবাদের যে সুযোগ সুবিধা হয়নি তোমরা তা পাচ্ছ, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিভিন্ন বিষয়ে তোমাদের পারদর্শী হতে হবে।’
সভায় শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি সহভাগিতা করেন।