সাম্প্রতিক পোস্ট

প্রাণি সম্পদ স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে

ঘিওর মানিকগঞ্জ থেকে সুবির কুমার সরকার, শ্যাময়েল হাসদা, আল্পনা সরকার,
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা ও জয়নগর গ্রামের শতবাড়ি কৃষাণীদের আয়োজনে ও বারসিক’র সহযোগিতায় মান্তা গ্রামে প্রাণি সম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিষেধকমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। অনুষ্ঠানের সহায়ক হিসাবে ছিলেন পশু চিকিৎসক মোঃ রহিজউদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, শ্যাময়েল হাসদা, আলপনা সরকার ও কৃষাণীরা।


আলোচনার শুরুতে বারসিক কর্মকর্তা সুবীর কুমার বলেন, ‘প্রতিটি বাড়িতেই গরু, ছাগল, হাঁস-মুরগি আছে, সবই পরিবারের অংশ। আমরা লালন পালন করি, আমাদের বড় অর্থনৈতিক সম্পদ। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন রোগ সম্পর্কে জানতে হবে, সঠিক সময়ে ঔষুধ খাওয়াতে হবে, টিকা দিতে হবে। তাহলে আমরা আরো লাভবান হবো।’


পশু চিকিৎসক মোঃ রহিজউদ্দিন খান বলেন, ‘প্রতিবছর বিভিন্ন রোগে গবাদিপশু মরা যায়। এর ফলে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বিভিন্ন রোগ যেমন গরুর খুরা রোগ, গুটি বসন্ত, ছাগলের মরিগর রাণীক্ষেত, বসন্ত, কলেরা রোগ এবং রোগের লক্ষণ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘তাই আমাদের প্রাণি সম্পদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং রোগ প্রতিরোধের জন্য সুষম খাবার, ক্রিমিনাশক ঔষধ, ভিটামিন ও বিভিন্ন টিকা দিতে হবে। গরু, ছাগল, হাঁস-মুরগির সুস্থ্যতা নিশ্চিত করতে সর্বদা সচেতন থাকতে হবে।’


পারভিন আক্তার বলেন, ‘আমাদের গ্রামে প্রায় সবাই গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করি। অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হঠাৎ হাঁস-মুরগি মারা যায়। আমরা তখন হতাশ।’

happy wheels 2

Comments