সাম্প্রতিক পোস্ট

জীবন বাঁচাতে আসুন তামাক ছাড়ি

রাজশাহী থেকে সুলতানা খাতুন

৩১ মে ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ । প্রতিবছরের মতো এ বছরও বিলনেপাল পাড়া তরুণ স্বপ্নযাত্রা সংগঠন ও বারসিক’র উদ্যোগে করোনার মহামারীর জন্য স্বাস্থ্যবিধি মেনে ও সতর্কতার সাথে দিনটি পালন করা হয়। বারসিক’র উদ্যোগে এই দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একজন ধূমপায়ী ব্যক্তি কেবল নিজের ক্ষতি করেন তা নয়। তার দ্বারা পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হচ্ছে আশেপাশের মানুষ। এমনকি তার পরিবারের লোকজন ও রেহাই পাচ্ছে না। সিগারেট দ্বারা যেমন ক্ষতি হচ্ছে, জর্দা দিয়ে যাঁরা পান খায় তারাও ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না। তামাক খাওয়ার ফলে শরীরের যেমন ক্ষতি হচ্ছে অন্যদিকে অর্থেরও অপচয় হচ্ছে। ফলে সংসারে অশান্তির সৃষ্টি হচ্ছে। ‘ তারা আরও বলেন, ‘আজকের তরুণ সমাজ ধুমপানে আসক্তি হয়ে যাচ্ছে। তাই আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের বাঁচানোর জন্য। আমরা নিজেরা তামাক গ্রহণ করবো না, অন্যদের তামাক থেকে দুরে থাকতে সাহায্য করবো ‘

বারসিক প্রতিনিধি বলেন, ‘তরুণরা জাতির ভবিষ্যৎ, তাদেরকে তামাকের মতো বাজে অভ্যাস থেকে দুরে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। এছাগা খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে।’

আলোচনা শেষে তামাক মুক্ত দিবস অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের মাননীয় সেক্রেটারি মোঃ সুয়াযেব হোসেন। শপথ বাক্য তামাক জাতদ্রব্যের খারাপ দিকগুলো তুলে ধরেন ও কেউ যেন তামাক গ্রহণ না করে ও সমাজের সকল তরুণসহ সকল মানুষদের তামাক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করার শপথ গ্রহণ করা হয়।

তামাক জীবনকে শেষ করে দিতে পারে। তাই আসুন তামাককে ‘না’ বলি সুন্দর জীবন গড়ি।

happy wheels 2

Comments