এখন আমাদের স্বাস্থ্যের অধিকার নিয়ে কথা বলতে পারবো
মানিকগঞ্জ থেকে মোঃ মনোয়ার হেসেন, গাজী শাহাদৎ হোসেন বাদল, শ্যাময়েল হাসদা, সুবীর কুমার সরকার
বাংলাদেশ হেলথ ওয়াজ ও মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে গতকাল মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে একটি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রধান সমন্বয়ক মো: মাসুদুল আলম। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কনসালটেন্ট মোঃ মোজাহিদুল ইসলাম নয়ন।
স্বাস্থ্য ফোরাম মানিকগঞ্জ সাধারণ সম্পাদক বিমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিলকিস রেজা, সজিব মিয়া, রোজিনা আক্তার (তৃতীয় লিঙ্গ), দীপক কুমার ঘোষ ও মাসুদুল আলম। এ্যাড . দিপক কুমার ঘোষ বলেন, ‘অনেক দিন থেকেই স্বাস্থ্য নিয়ে কাজ হচ্ছে। কতৃপক্ষ ইতিমধ্যে জেনেছে যে, স্বাস্থ্য নিয়ে কাজ করার একটি সংগঠন হয়েছে। আমরা কারো বিরুদ্ধাচারণ করবো না। মিলে মিশে স্বাস্থ্য সেবার উন্নয়নের কাজ করতে চাই। মাসুদুল আলম বলেন, ‘স্বাস্থ্যের বিষয়ে মানিকগঞ্জ কাজ করছে। তাদের কাজ অন্যদের প্রেরণা যোগাবে।
বিলকিস রেজা বলেন, ‘দিনব্যাপী প্রশিক্ষণটি খুবই ভালো হয়েছে। নতুন তথ্য জানলাম। ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। ঘিওর হতে সজিব মিয়া ও রিচি আক্তার বলেন, ‘প্রশিক্ষণে নতুন কিছু জানা যায়। নতুন তথ্য নতুন কাজে প্রেরণা দেয়।’ তৃতীয় লিঙ্গের মানুষ রোজিনা আক্তার বলেন, ‘আমরা দুইজন স্বাস্থ্য ফোরামের সদস্য হয়েছি। আমরা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষ। এখন আমরা আমাদের স্বাস্থ্যর অধিকার নিয়ে কথা বলতে পারবো। এই কর্মশালায় আমারা আমাদের সমস্যা নিয়ে পরিকল্পনা করতে পেরেছি আমাদের সম্মান দেওয়া হয়েছে, আমরা ধন্য।’
আলোচনা শেষে সভার সভাপতি ডাঃ পঙ্কজ কুমার মজুমদার আনুষ্ঠানিক ভাবে কর্মশালা টি শেষ করেন।