সাম্প্রতিক পোস্ট

কলমাকান্দায় লোকায়ত জ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলমাকান্দান থেকে গুঞ্জন রেমা 

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভেলুয়াতলী কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে বারসিক’র আয়োজনে লোকায়ত জ্ঞান ও টেকসই ভবিষ্যৎ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। কর্মশালার লক্ষ্য ছিল লোকায়ত জ্ঞান সংরক্ষণ এবং তার আধুনিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিক’র উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা। এ সময় লোকায়ত জ্ঞানের গুরুত্ব এবং বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “লোকায়ত জ্ঞান শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য দিক, যা আমাদের সংস্কৃতি ও সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় কৃষি, চিকিৎসা, সংস্কৃতি এবং পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রচলিত ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, কৃষির উন্নয়নমূলক কৌশল এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় ৩২ জন নারী পুরুষ  অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন পেশায় যুক্ত এবং লোকায়ত জ্ঞান সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। 

কৃষাণী সুশীলা সরকার বলেন, “আজকের কর্মশালায় লোকায়ত কৃষি জ্ঞান নিয়ে যা আলোচনা হয়েছে, তা আমার কাজে আসবে। বিশেষ করে কীভাবে পরিবেশবান্ধব কৃষির প্রচলন করা যায়, সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।”

happy wheels 2

Comments