পরিবেশবান্ধব কৃষি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা থেকে জাহাঙ্গীর আলম

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর কৃষক ক্লাবে বারসিক’র আয়োজনে পরিবেশবান্ধব কৃষি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর কৃষি যাদুঘরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বারসিক’র সহযোগিতায় ও কৃষি ক্লাবের আয়োছনে অনুষ্ঠানটি পরিচালনা  করেন তুজলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান। সভাপতিত্ব করেন গাছের পাঠশালা ও কৃষি যাদুঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক  ইয়ারব হোসেন।

ইয়ারব হোসেন বলেন, ‘পরিবেশ মারাত্মক ঝুঁকির মধে্য পড়েছে। পরিবেশবান্ধব চাষ করার জন্য কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।’

কৃষকদের মাঝে তিনি আরো আলোচনা করেন ক্ষতিকর পোকা ও বন্ধু পোকা নিয়ে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  বারসিক’র যুব সংগঠক জাহাঙ্গীর আলম, কৃষক মনিরোল ইসলাম মনির, জাহাঙ্গীর হোসেন,  শকুর আলী, রেজা, কবির, খাদিজা খাতুন,  বানু খাতুন,মনজুয়ারা খাতুন প্রমুখ।

happy wheels 2

Comments