পরিবেশবান্ধব জৈব বালাইনাশক মাটি ও মানুষের জীবন নিরাপদ রাখে

রাজশাহী থেকে সুলতানা খাতুন 

বারসিক উদ্যোগে সম্প্রতি দর্শনপাড়া ইউনিয়নের গ্রাম দিঘী পাড়াতে পরিবেশবান্ধব কৃষিচর্চা ও জৈব বালাইনাশক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, কৃষিবিদ অমৃত কুমার ও পুষ্টি ব্যাংক’র সদস্য ও মহিলা ইউপি সদস্য সুকিলা বেগমসহ কৃষক-কৃষাণী ও গ্রামের বিভিন্ন পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বারসিক’র আঞ্চলিক সমন্বয় কারী শহিদুল ইসলাম জনগোষ্ঠীর সমস্যা ও সমাধানের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ইউপি সদস্য সুকিলা বেগম বলেন, ‘পরিবেশবান্ধব জৈব বালাইনাশক প্রশিক্ষণ আমার নিজের প্রয়োজনে ও আমার গ্রামের কৃষক-কৃষাণী খুবই কাজে লাগবে।’

কর্মশালায় কৃষিবিদ অমৃত কুমার জনগোষ্ঠীর সাথে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি হাতে কলমে প্রশিক্ষণার্থীদের তরল সার তৈরির কৌশল শেখান।

এসব কৌশল দেখে কর্মশালায় জৈব বালাইনাশক তৈরির পদ্ধতিগুলো খুবই সহজ বলে মনে করেন কর্মশালায় অংশগ্রহণ কারী কৃষাণী বেলি বেগম। তিনি বলেন, ‘আমার খুব ভালো লেগেছে। এ সার তৈরির কৌশল জেনে আমরা লাভ হয়েছে। কারণ আমার সবজি চাষে খুবই উপকার হবে।’

উল্লেখ্য, কর্মশালায় নারী ও পুরুষ মিলে ৫৫ জন্য অংশগ্রহণ করেন।

happy wheels 2

Comments