সাম্প্রতিক পোস্ট

নেত্রকোনা জেলা প্রশাসক বারসিক’র কার্যক্রম পরিদর্শন

নেত্রকোনা থেকে মো. অহিদুর রহমান

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম সম্প্রতি বারসিক’র কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর সাথে ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার মেহনাজ ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ নেত্রকোনা জেলা প্রশাসনের কর্মকর্তারা।

69926830_2957876537561026_9188323987027918848_n
পরিদর্শনকালে জেলা প্রশাসক বারসিক’র কাজের পদ্ধতি, কর্মএলাকা, লক্ষ্য, উদ্দেশ্য, সংস্পৃক্ত মানুষ, কাজের ক্ষেত্র নিয়ে ষ্টাফদের সাথে আলোচনা করেন। তিনি জননেতৃত্বে উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন বৈচিত্র্যের মানুষের উদ্যোগ, সমস্যা সম্ভাবনা, নেতৃত্ব এবং সফলতার বিষয় জানতে পেরে প্রশংসা করেন।

IMG_20190829_105958_7
পরিদর্শনকালে তিনি ৪০০ জাতের ধানের সংগ্রহ, চাষ, সম্প্রসারণ, বীজঘর, বীজ বিনিময়,পরিবেশ প্রকৃতি রক্ষায় উদ্যোগের কথা জানার চেষ্টা করেন। জেলা প্রশাসকসহ সকলে কৃষক নেতৃত্বে জাতের জাত গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রকৃতির কোন ক্ষতি না হয় এমন উদ্যোগ আমাদের চিন্তার মধ্যে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে তা পরিবেশের জন্য ভালো এবং আমাদের জীবনের জন্য সহায়ক। বারসিক তাই করছে।’

happy wheels 2

Comments