
রাজশাহীতে প্রকল্প পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী থেকে অমৃত সরকার
বারসিক’র উদ্যোগে সম্প্রতি (১৫-১৬ ডিসেম্বর) রাজশাহীতে দু’দিনব্যাপি প্রকল্প পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বারসিক’র বরেন্দ্র অঞ্চলের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। বিগত এক বছরের কার্যক্রমের সফলতা ও দুর্বলতা নিয়ে প্রত্যেকে আলোচনা করেন। এ আলোচনার ভিত্তিতে প্রকল্পের ২য় বছরের কর্মপরিকল্পনা করা হয়, যেখানে জনগোষ্ঠীর চাহিদাও সম্পৃক্ত করা হয়।
কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম।