আমরা আরও সংগঠিত ও শক্তিশালী

সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার জনসংগঠনের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধ ও মর্যাদায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সংগঠনের সদস্যগণ বাল্য বিবাহ রোধে নিজ পরিবারে ও প্রতিবেশীদের সাথে আলোচনা করে জনসচেতনতায় উদ্যোগ গ্রহণ করেন। সদস্যদের দায়বদ্ধতা থেকে কিশোরী সংগঠন করে নারীদের সামাজিক সচেতনতায় কাজ করছেন। নারী শিক্ষায় উদ্যোগ গ্রহণ করে স্কুলে যাতায়াতের জন্য ছাত্রীদের সাইকেল চালাতে উৎসাহিত করছে। সাইকেল চালিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বিষয়টি একে অপরের সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংগঠনের সদস্যগণ পরিবারের কাজে মতামত ও সিদ্ধান্ত গ্রহন করে উদ্যোগী ভূমিকা পালন করছেন। নারী ও পুরুষ সমন্বিতভাবে পরিবারে ও মাঠে ঘাটে কাজ করে পরিবারের উন্নয়নে সহায়তা করছে। গ্রামে নারীরা কৃষি আবাদে বিশেষ ভুমিকা পালন করছে। জনসচেতনতা সৃষ্টিতে নারী ক্ষমতা ও অধিকার আদায় সহায়ক হচ্ছে।


বাহিরচর মণিঋষি নারী উন্নয়ন সংগঠনের সদস্য ভাগ্যলিপি সরকার বলেন, ‘নারীরা এতকাল খুবই পিছনে ছিল। বর্তমানে নারীরা শিক্ষায় এগিয়ে আসছে। পরিবারের কাজের পাশাপাশি মাঠে কাজ পরিবারের উন্নয়নে কাজ করছে। ফলে পরিবারের নারীদের সম্মান ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন।’ হরিরামপুর উপজেলার বাহিরচরের নারী নেত্রী লিমা আক্তার বলেন, ‘নারীদের উন্নয়নে শক্তিশালী সংগঠন প্রয়োজন। প্রয়োজন ঐক্যবদ্ধভাবে গ্রামের নারীদের উন্নয়নে কাজ করা। বারসিক সহযোগিতায় নারীদের কণ্ঠস্বর পৌছেছে সরকারি ও বেসরকারি পর্যায়ে। তাছাড়া বারসিক গ্রামীণ নারীদের আয় বর্ধনে বসতবাড়িতে শাকসবজি চাষ ও বীজ বিনিময়, পোশাক তৈরি, প্রাণি সম্পদ পালনে টিকা প্রদান করে সহযোগিতা করছে। ফলে বর্তমানে পরিবারে নারীদের সম্মান বৃদ্ধি পেয়েছে।’


অন্যদিকে আন্ধারমানিক অগ্রামী কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক আয়েশা বেগম বলেন, ‘জীবনের প্রয়োজনে নারীরা যে কোনো সময়ের চেয়ে সংগঠিত ও শক্তিশালী। আমরা জন সংগঠন করার মাধ্যমে আমাদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। আমরা সকলে বসে আলোচনার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমাদের উন্নয়নে আমরা একে অপরের সহযোগিতায় কাজ করছি। সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে আমারা সহযোগিতা পাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে নতুন নারী নেতৃত্ব সৃষ্টিতে সহায়তা করছে।’


বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের জনসংগঠনগুলো আরো শক্তিশালীকরণে সামাজিক উদ্যোগে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করে নারীর প্রতি সম্মান ও বৈষম্য রোধে সহায়ক হবে।

happy wheels 2

Comments