পাতি হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন নাসিমা বেগম
রাজশাহী থেকে সুলতানা খাতুন
প্রসাদপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্য নাসিমা বেগম মহামারী করোনাকালিন সময়ে বাড়িতে বিভিন্ন কাজের পাশাপাশি গরু-ছাগল পালন ও পাতিহাঁস পালনের উদ্যোগ নিয়েছেন। তিনি বর্তমানে একটা ঘর তৈরি করে ১০০টি পাতিহাঁস পালন করছেন।
নাসিমা বেগমের গ্রাম বন্যায় প্লাব্লিত ছিলো। তবে তাঁর কোন সমস্যা হয়নি। বরং বন্যার কারণে তিনি সকাল-বিকালে তাঁর হাঁসগুলোকে চড়াতে পারছেন; বাড়তি খাবারেরও প্রয়োজন হয়নি তাঁর।
এই প্রসঙ্গে নাসিমা বেগম বলেন, ‘রোগবালাই না হলে এই হাঁসগুলো বিক্রি করে আমি প্রায় ৩০ হাজার টাকা আয় করতে পারি। এতে করে সংসারের বিভিন্ন খাতে খরচ করতে পারবো।
নাসিমা বেগম হাঁসগুলো বিক্রি করে আগামীতে আরও ২০০টি হাঁস পালন করার উদ্যেগ গ্রহণ করবেন বলে তিনি জানান। বড় আকারে হাঁস পালন করলে লাভের পরিমাণও বেশি হবে বলে তিনি মনে করেন। তার মতে, গ্রামীণ নারীরা ইচ্ছা করলে সংসারের কাজের পাশাপাশি শাকসবজি চাষ ও গবাদি পশুপাখি পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। নাসিমা বেগমের এ উদ্যোগ অন্য নারীদেরকে উৎসাহিত করবে বলে আমরা মনে করি।