সাম্প্রতিক পোস্ট

সংগঠন করলে অনেক কিছু জানা যায়

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বারসিক’র উদ্যোগে সম্প্রতি রাজশাহীর গোল্ডেনসেফ হলরুমে উন্নয়ন ভাবনা নিয়ে তরুণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চলের ১৭টি তরুণ সংগঠনের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন। সভায় আলোচনা করেন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী রবিউল আলম, অভিজিৎ রায় ও গোলাম ফরুক সরকার । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।


আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম ফরুক সরকার বলেন, ‘ছাত্র জীবনে আমরাও অনেক সংগঠন করেছি। সংগঠন করলে অনেক কিছু জানা যায়। সবাইকে সংগঠনের গুরুত্ব বোঝাতে হবে। একতা হয়ে কাজ করতে হবে। এখান থেকে অনেক কিছু শেখার আছে।’


সূর্যকিরণ বাংলাদেশ থেকে তামিম আলী বলেন, ‘এই রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কাজের অভিজ্ঞতা বাড়ে, সবার সাথে দেখা হয়। সভায় অংশগ্রহণ করা প্রতিটি সংগঠনের প্রতিনিধিকে ধন্যবা জানান বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

happy wheels 2

Comments