সাম্প্রতিক পোস্ট

তালগাছ দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন

হরিরামপুর উপজেলা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি এলাকা। এখানে পদ্মা নদী ভাঙন, মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা, বন্যায় রাস্তা ঘাট ভাঙন, বজ্রপাতে প্রতিবছর ১/২ জন মানুষসহ প্রাণি মারা যাওয়া, বিগত ৫ বছর তারই প্রমাণ দেয়। এসব প্রাকৃতিক দুর্যোগ ও জনগণের জানমাল রক্ষায় স্থনীয় কৃষক সংগঠন ও জলবায়ু স্বেচ্ছাসেবক টিম তাল বীজ বপন উদ্যোগ গ্রহণ করে। তরুণদের সাথে নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়ি থেকে এ পর্যন্ত প্রায় ২,০০০ টি তাল বীজ রোপণ করেন তারা। তাল বীজ বপনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারসিক।

42274273_938401323012053_5997478519519576064_n

হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি রোডে তাল বীজ বপন করে উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ছালাম, হরিরাপমুপর উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধি নায়েব আলী, হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিলীপ কুমার মন্ডল (এসএএও), বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সত্যরঞ্জন সাহাসহ প্রমূখ।

42282203_679534472422242_3857121789926703104_n

অতিথিগণ তাল বীজ বপনে আলোচনা অনুষ্ঠানে বলেন, ‘পদ্মা নদী ভাঙন, বন্যায় রাস্তাঘাট নষ্ট, ফসল নষ্ট, বজ্রপাত মোকাবেলায় তাল বীজ বপন ভালো একটি উদ্যোগ। হরিরামপুরের পদ্মা নদীর বাঁধে, রাস্তায়, চর এলাকায় তাল বীজ বপনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। আমরা সকলে মিলে তাল বীজ বপন করে দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবো।’

happy wheels 2

Comments