বিশ্ব নারী দিবসে জেন্ডার সমতাভিত্তিক সমাজ গড়ার ডাক
সিংগাইর, মানিকগঞ্জ থেকে রিনা আক্তার
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ মার্চ সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা,বেসরকারি সংগঠন বারসিক, ব্রাক, ওয়েভ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে্য নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামমা লাবিবা অর্ণব-এর সভাপতিত্বে অধ্যাপক বেনিমাব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান। বিশেষ অতিধির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা ভাইা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা নারী আন্দোলনের ইতিহাসে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনসহ আমারিকার সুচ কারখানায় আন্দোলনকারী নারী নেত্রীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা বলেন, ‘আমরা সমাজে সকল প্রকার নারী নির্যাতন রুখে দিয়ে জেন্ডার সংবেদনশীল সমতার সমাজ ও নারীর টেকসই ক্ষমতায়ন চাই। আমরা বিশ্বাস করি একদিন নারীরা তার দাসত্বের শৃঙ্খল ভেঙে নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মাণ করবেই।’
উল্লেখ্য, অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা।